কী বিষয়ের উপরে কোর্স?
আসলে আমরা সব বিষয়ের উপরেই কোর্স এখানে পড়ানোর সুযোগ রাখছি। অর্থাৎ বিজ্ঞান, প্রকৌশল, কলা, বাণিজ্য, সমাজবিজ্ঞান, ভাষা ইত্যাদি এখানে আপনি পড়াতে পারবেন।
কী করতে হবে?
১) কোর্সের শিরোনাম এবং সংক্ষিপ্ত বর্ণনা ।
২) কাদের জন্য কোর্স? (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সবার জন্য)
৩) কোর্সে কয়টি লেকচার থাকবে?
৪) লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস
৫) কোর্স কবে থেকে শুরু হবে? কয় সপ্তাহ চলবে?
৬) কোর্স শিক্ষকের সংক্ষিপ্ত পরিচিতি ।
এই তথ্যগুলো সরাসরি আমাদের ইমেলে পাঠানোর পরে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং পরবর্তি ধাপগুলো জানিয়ে দিবো হবে ইমেইলের মাধ্যমে।